[english_date]

উন্নয়নে পশ্চিমা দেশগুলোকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ

উন্নয়নে ২০৫০ সালে পশ্চিমা দেশগুলোকে বাংলাদেশ ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলার হবে।

শুক্রবার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা লক্ষ্য সুনির্দিষ্ট করে দিয়েছি। উন্নত দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান অনেক ভাল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। শেখ হাসিনা বলেন, বর্তমানে মানুষ অর্থনৈতিক সুবিধা ভোগ করছে। আমাদের রিজার্ভ ২৭ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশের প্রশংসা করতে সবাই বাধ্য হয়েছে।

তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের ৯০ ভাগ আমরা নিজেদের অর্থায়নে করি। এখন আর আমাদের ভিক্ষা করতে হয় না।

প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র দূরীকরণে বাংলাদেশ ভাল অবস্থানে রয়েছে। আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক। সে দিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করছি।

ব্যবসায়ীদের সব সুবিধা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সকল সুযোগ দেয়া হয়েছে। তবে পণ্যের গুণগত মান এখনো বাড়েনি। ব্যবসায়ীক পণ্যের গুণমান নিশ্চিত করতে হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ