২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উত্তর কোরিয়ার সেনা প্রধানের মৃত্যুদণ্ড কার্যকর

উত্তর কোরিয়ার সেনাবাহিনী প্রধান রি ইয়ং গল-এর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়ানহপের খবরে দাবি করা হয়েছে। এই খবরটি সত্য হলে এটিই হবে তরুণ প্রেসিডেন্ট কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়ায় সর্বশেষ উচ্চ পদস্থ ব্যক্তির মৃত্যুদণ্ড।

বার্তা সংস্থা রয়টার্সও নাম প্রকাশ না করা এক সূত্রের বরাত দিয়ে সেনাপ্রধানের মৃত্যুদণ্ডের খবরটি দিয়েছে। ইয়ানহপ ও দক্ষিণ কোরিয়ার অন্যান্য গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগে এ মাসের শুরুর দিকে রি ইয়ং গল-এর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে কোন গণমাধ্যমই খবরের সূত্রের কথা উল্লেখ করেনি। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাও এ নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।

দুরপাল্লার রকেট ও হাইড্রোজেন বোমা পরীক্ষার পর চলমান উত্তেজনার মধ্যে এই খবরটি পাওয়া গেল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ