৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উচ্ছ্বসিত মার্ক জুকারবার্গ

উচ্ছ্বসিত মার্ক জুকারবার্গ। শিগগিরই তিনি কন্যা সন্তানের বাবা হচ্ছেন। এই বার্তা দিয়েই শুক্রবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। ফেসবুকের এই প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী স্ট্যাটাসে লিখেছেন, ‘প্রিসিলা এবং আমার জন্য খুবই এক্সাইটিং একটা খবর আছে। আমরা কন্যা সন্তান পেতে যাচ্ছি।’

এটা তাদের জীবনে একটি নতুন অধ্যায় হবে বলে উল্লেখ করেছেন জুকারবার্গ। এছাড়া অনাগত কন্যাকে নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন তিনি। সঙ্গে গর্ভবতী স্ত্রীর সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন। উল্লেখ্য, মার্ক জুকারবার্গ প্রিসিলা চ্যানকে বিয়ে করেন ১৯ মে ২০১২ সালে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চ্যানের সঙ্গে পরিচয় হয় জুকারবার্গের। পরিচয় থেকে প্রণয়। এর এক বছর পর ২০০৪ সালে এই বিশ্ববিদ্যালয়ের এক হল থেকে ফেসবুকের সূচনা করেন জুকারবার্গ। এই দীর্ঘ ৯ বছরের প্রণয়ে সব সময়ই একসঙ্গে থেকেছেন তারা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ