উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে সানিয়া-মার্টিনা৷ বৃহস্পতিবার মহিলা ডাবলসে সহজেই প্রথম রাউন্ডে বাধা টপকান ইন্দো-সুইস জুটি৷ স্ট্রেট সেটে (৬-২, ৬-২) কাজাখস্তানের জারিনা ডায়াস ও চিনের সাইসাই ঝেং-কে হারান সানিয়া-মার্টিনা৷
শীর্ষ বাছাই ইন্দো-সুইস জুটির বিরুদ্ধে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি৷ অল ইংল্যান্ড ক্লাবে এক ঘণ্টা ন’ মিনিটের লড়াইয়ে ম্যাচ জিতে নেয় সানিয়া-মার্টিনা৷ আটটি ব্রেক পয়েন্টের জন্য চারটি কাজে লাগায়৷ পুরো ম্যাচেই কাজাখস্তান ও চিনা জুটির বিরুদ্ধে আধিপত্য বজায় রাখেন সানিয়া-মার্টিনা৷উইম্বলডনের ‘আগুনে’ উষ্ণতায় নাজেহাল খেলোয়াড়রা৷বুধবার লন্ডনের তাপমাত্রা গত ৩৮ বছরের রেকর্ড ভেঙেছে৷এর মধ্যেই বৃহস্পতিবার সহজ ছিনিয়ে নিলেন সাইনারা৷
পোস্টটি যতজন পড়েছেন : ২২৬