[english_date]

ইয়েমেন ধ্বংস করল সৌদি হেলিকপ্টার

ইয়েমেনে হামলা করতে আসা দুটি হেলিকপ্টার ধ্বংস হল। ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনীর হাতেই ওই দুই হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলে সূত্রের খবর। ধ্বংস হওয়া হেলিকপ্টার দু’টি অ্যাপাচি ধরণের হেলিকপ্টার ছিল। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার তিনটি মঞ্চও ধ্বংস হয়েছে। ইয়েমেনের মারি’ব প্রদেশে এই দুই হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। ইয়েমেনের আল মাশিরাহ টেলিভিশন সৌজন্যে খবর, হেলিকপ্টার ধ্বংস করার জন্য টোচাকা রকেট ছোঁড়া হয়েছিল। একই রকেটে ধ্বংস হয়েছে সৌদি ক্ষেপণাস্ত্র মঞ্চও।

মারি’ব প্রদেশে থেকে আল-কায়েদা এবং সৌদি মদতপুষ্ট সন্ত্রাসীদের হঠানোর জন্য পাল্টা হামলা চালাচ্ছে আনসারুল্লাহ। তাদের প্রতিশোধমূলক হামলায় সৌদি, সংযুক্ত আরব আমিরশাহি এবং বাহরাইনের ব্যাপক সংখ্যক সেনা হতাহত হয়েছে। পরে ইয়েমেনে তাদের অনেক সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে সংযুক্ত আরব আমিরশাহি।

এ ছাড়া, ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের নাজরান অঞ্চলের হাশেদ নজরদারি কেন্দ্র এবং হামদান সামরিক কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ