[english_date]

ইয়েমেনে সৌদি হামলায় নিহত ২৫; সানায় ব্যাপক বিক্ষোভ

ইয়েমেনের রাজধানী সানায় আজ (সোমবার) সৌদি আগ্রাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে হামলা বদ্ধ করতে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোটের প্রতি আহ্বান জানিয়েছে। এ সময় তারা আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধেও শ্লোগান দেয়।

জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহর নেতা আব্দুল মালেক হুথি’র ডাকে আজকের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, রাজধানী সানার রাজপথে মানুষের ঢল নেমেছে। সৌদি বিমান হামলার আশঙ্কা উপেক্ষা করে অসংখ্য মানুষ রাস্তায় নেমে এসেছে।

এদিকে, আজ (সোমবার) ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকায় সৌদি বিমান হামলায় অন্তত ২৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। হাসবা ও সাওয়ান জেলা এবং সানার একটি স্টেডিয়ামে বোমা বর্ষণে হতাহতের এ ঘটনা ঘটে।

গত ২৬ মার্চ থেকে দরিদ্র দেশ ইয়েমেনে হামলা শুরু করেছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। জাতিসংঘের কোন অনুমোদন ছাড়াই এ হামলা চালানো হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ