৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইয়েমেনে যুদ্ধের নিহত প্রায় ৪০০ শিশু

ইয়েমেনে চলছে নরমেধ। আর তাতে সবথেকে বেশি আক্রান্ত শিশুরা। শিশু খুনের হিসাব দেখে আঁতকে উঠেছে খোদ রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা। বুধবার রাষ্ট্রসংঘ এক রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ইয়েমেনে গত মার্চ মাস থেকে চারশোর বেশি শিশু খুন হয়েছে। আরও প্রায় ৪০০ জন শিশুকে জঙ্গি কাজে লাগানো হয়েছে। ইতিমধ্যেই এই ইস্যুতে একটি সনদও পাশ করতে চাইছে রাষ্ট্রসংঘ।

গত মার্চ থেকে যুদ্ধ চলছে ইয়েমেনে। সেখানকার ক্ষমতাচ্যুত সরকারের প্রধান আবেদরাব্বো মনসুর হাদিকে গদিতে ফেরাতে হামলা চালাচ্ছে রাষ্ট্রসংঘের মদতপুষ্ট সৌদি বিমান। একই সঙ্গে সক্রিয় হাউতি বিদ্রোহীরা। গোটা ঘটনায় রাষ্ট্রসংঘের মতে ঘর ছাড়া হয়েছেন প্রায় ১.৩ মিলিয়ন শিশু। যুদ্ধের কাজে লাগানো ৩৭৭ জন শিশুকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করার ব্যবস্থা করতেও বলা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ