সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে পাঁচদিনের মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। শনিবার সৌদি গণমাধ্যম এসপিএ এ কথা জানিয়েছে। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও উচ্চারণ করা হয়েছে। সৌদি সরকারি গণমাধ্যমের বরাত আলজাজিরা বলেছে, স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৫৯ মিনিট থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে ইয়েমেনের শিয়াপন্থী হুতি বিদ্রোহীরা যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে সেক্ষেত্রে পাল্টা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেছে আরব জোট।
সৌদি গণমাধ্যমে বলা হয়েছে, ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আব্দু রাবু মানসুর হাদির অনুরোধে এই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসে হুতি বিদ্রোহীরা রাজধানী সানার নিয়ন্ত্রণ নিলে এডেনে পালিয়ে যান মানসুর হাদি। এরপর এডেনেও হামলা চালায় হুতিরা। এরপর তিনি সৌদি আরবে চলে যান এবং সেখানেই অবস্থান করছেন।
প্রসঙ্গত, এর আগে জাতিসংঘের মধ্যস্থতায় দু’টি যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা যথাযথভাবে রক্ষা করেনি কোনো পক্ষই। মানসুর হাদি সৌদি আরবে পালিয়ে যাওয়ার পর মার্চ মাসের শেষ দিকে হুতিবিরোধী অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন গাল্ফ আরব জোট। জাতিসংঘের হিসাব মতে, জোটবাহিনীর বিমান হামলা শুরুর পর থেকে দেশটিতে তিন হাজার দুইশ’র বেশি লোক নিহত হয়েছেন।