আর্থনিউজ২৪: ইয়েমেনের রাজধানী এডেনের একটি রাস্তায় শক্তিশালী বোমা কোমরে বেঁধে মোটরসাইকেল যোগে হামলা করতে যাচ্ছিল এক আত্নঘাতী আইএস জঙ্গী।
কিন্তু বিধিবাম, কোমরে বাঁধা বোমাটি সময়ের আগেই ফেটে যায়। আর তাতেই ২ টুকরো হয়ে যায় ওই জঙ্গী। মোটর সাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়। কিন্তু ভাগ্যের কি পরিহাস তখনও দেহে প্রাণ নিয়ে প্রায় ঘন্টা খানেক বেঁচে ছিলেন ওই জঙ্গী।
সে সময় ওই রাস্তা দিয়ে বহু লোক যাতায়াত করেছে। কিন্তু, কেউ এগিয়ে আসেনি জঙ্গিকে সাহায্য করতে। উলটে অনেকে আধমরা জঙ্গির কাতরানোর ভিডিও তুলতে থাকে। ছেলে-মেয়ে আর বয়স্করা দাড়িয়ে দাড়িয়ে বিষয়টি পর্যবেক্ষন করতে থাকে তার মৃত্যুর আগ পর্যন্ত।
ভিডিওটি প্রকাশও পেয়েছে ইন্টারনেটে।
পোস্টটি যতজন পড়েছেন : ১৪২