যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে আটক ৫০ জন ভারতীয়। চলতি মাসের ৮ তারিখ সাতজন ভারতীয়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেই নতুনকরে উত্তেজনা ছড়িয়েছে। সেই সূত্রেই জানা গিয়েছে, ইয়েমেনে এখনও প্রায় ৫০ জন ভারতীয় আটকে রয়েছেন। এদের বেশিরভাগই মৎস্যব্যবসার সঙ্গে যুক্ত।
গুজরাতের জামনগর জেলার নিবাসী গনিভাই নামের এক প্রত্যক্ষদর্শীর কথায়, “ওসমান আবদুল চোমাডিয়া(৫৫) এবং অসগর আনওয়ার সংঘর নামের গুজরাত নিবাসী দুই গ্রামবাসীর মৃত্যু হয়েছে। মৃত আরও পাঁচজনও ভারতীয় বলে খবর। মৃতরা প্রত্যেকেই মৎস্যব্যবসার সঙ্গে যুক্ত। ভারত, দুবাই, সোমালিয়া ও ইয়েমেনের মধ্যে মাছ সরবরাহের কাজ করত তাঁরা।” ওই প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছে, ৮ তারিখ রাতে সৌদি বিমানের একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে ইয়েমেনের হোদেইদা শহরের কাছে আল-খোকা নামের বন্দরে দাঁড়িয়ে থাকা একটি নৌকার উপর। এর পরেই মৃত্যু হয় সাত ভারতীয়ের।
ঘটনার পর এবার দেশে ফিরতে মরিয়া তারা। উল্লেখ্য, গত মার্চ মাস থেকে শিয়াপন্থি হাউতি বিদ্রোহীদের হাত থেকে ইয়েমেনকে মুক্ত করতে হামলা চালাচ্ছে সৌদি বিমান। সেই সময়য়ে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রকের তরফে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হয়েছিল।