ইয়েমেনে অপহৃত ফরাসি নারী ইসাবেল প্রাইমের প্রথম ভিডিও প্রকাশ করেছে অপহরণকারীরা। তাকে গত ২৪ ফেব্রুয়ারি অপহরণ করা হয়।
সোমবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইউটিউবে ২১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে অপহরণকারীরা। এতে দেখা গেছে, ইসাবেল কালো পোশাক পরে মাটিতে বসে রয়েছেন এবং তিনি তার মুক্তির জন্য পদক্ষেপ নিতে ফ্রান্স ও ইয়েমেনের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানাচ্ছেন।
৩০ বছর বয়েসী ইসাবেল ইয়েমেনে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পে পরামর্শক ছিলেন। গত ২৪ ফেব্রুয়ারি দেশটির রাজধানী সানাতে দোভাষী শিরিন মাক্কাওইসহ অপহৃত হন তিনি। ওই অপহরণকারীদের পরিচয় জানা যায়নি, তবে তারা পুলিশের পোশাক পরিহিত ছিল।
পরে গত ১০ মার্চ ওই দোভাষীকে ছেড়ে দেয়া হয় বলে জানিয়েছে এএফপি।
পোস্টটি যতজন পড়েছেন : ২৩৯