নগরীর কাজিরবাজার সেতু এলাকায় অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাব-৯। সোমবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বড়ইকান্দি গ্রামের মৃত সাইফুল্লাহর ছেলে জামাল হোসেন (৩৭), একই গ্রামের মালায়েম মিয়ার ছেলে মো. বাছির (৩৮) ও একই উপজেলার কানোয়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে সাহেদ মিয়া (৫৫)। র্যাবের পক্ষ থেকে রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ১৮৭