৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইসরায়েলে রকেট নিক্ষেপ

মিসরের সিনাই উপত্যকা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপের ঘটনা ঘটেছে।  ইসরায়েলী পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় আঘাত হানা ওই রকেটগুলোতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  খবর সিএনএনের। ইসরায়েলী পুলিশ জানিয়েছে, এস্কল রিজিওনাল কাউন্সিল এলাকায় রকেট দুটো আঘাত হানে। এ ঘটনার পরপরই দক্ষিণ ইসরায়েলে সাইরেন বেজে উঠে এবং অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

সম্প্রতি মিসর-ইসরায়েল সীমান্ত সংলগ্ন সিনাই উপত্যকায় মিসরীয় সামরিক বাহিনীর সঙ্গে ইসলামপন্থী বিদ্রোহী সংগঠনগুলোর উত্তেজনাকে কেন্দ্র করে ১২ নং রোড বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ওই অঞ্চলে গত বুধবার বিদ্রোহীদের হামলায় অন্তত ১৭ সেনা সদস্য নিহত ও ৩০ জন আহত হয়েছে। এর আগে সিনাইয়ের সঙ্গে থাকা নিতজানা সীমান্তও বন্ধ করে দেয় ইসরায়েল। তবে বাণিজ্যিকভাবে ব্যবহৃত সীমান্তটি পরবর্তী সময়ে খুলে দেওয়া হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ