১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসরাইল-হামাস সংঘাতে ২২ সাংবাদিক নিহত

ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধানতাকামী সংগঠন হামাসের সংঘাতে অন্তত ২২ জন সাংবাদিক নিহত হয়েছেন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট-সিজেপি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

ফিলিস্তিনিদের ওপর অব্যাহত হত্যা-নিপীড়নের জবাবে গত ৭ অক্টোবর অবরুব্ধ গাজার সীমান্ত পেরিয়ে হঠাৎ ইসরাইলে হামলা চালায় হামাস। প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় অব্যাহত বিমান হামলা চালিয়ে আসছে ইসরাইল।

 

সিজেপি এক বিবৃতিতে জানায়, ৭ অক্টোবর দু’পক্ষের মধ্যে সংঘাত শুরুর পর ২২ জন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জন ফিলিস্তিনি, তিনজন ইসরাইলি এবং একজন লেবাননের নাগরিক রয়েছেন।

সিজেপির তথ্য মতে, সংঘাতের কারণে এ পর্যন্ত আট সাংবাদিক আহত হয়েছেন। তিনজন হয় নিখোঁজ অথবা আটক হয়েছেন।

নিহতদের মধ্যে ১৫ জন ইসরাইলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন। দক্ষিণ ইসরাইলের হামলায় নিহত হয়েছেন দু’জন।

একজন মুখপাত্র বলেছেন, যুদ্ধের মধ্যে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে থাকেন। যুদ্ধের সময় তাদের লক্ষ্যবস্তু করা উচিত নয়।

এদিকে, ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরাইলে অন্তত ১ হাজার ৪০০ জন নিহত ও ৩ হাজার ৮০০ জন আহত হয়েছেন।

অন্যদিকে ফিলিস্তিনের বিভিন্ন সূত্র জানিয়েছে, গাজায় দুই সপ্তাহ ধরে চলা ইসরাইলের নির্বিচার হামলায় ৪ হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। আহত ১৩ হাজারের বেশি মানুষ। নিহত মানুষের মধ্যে শিশু ১ হাজার ৫২৪, আর নারী ১ হাজারের বেশি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ