[english_date]

ইসরাইলের সঙ্গে সংঘাতে হামাসের ১৫শ যোদ্ধা নিহত

ইসরাইল ও গাজা ‍উপত্যকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ১৫শ যোদ্ধার মরদেহ পাওয়া গেছে। ইসরাইলি আর্মির মুখপাত্র রিচার্ড হেচট এ তথ্য জানিয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি আর্মি জানিয়েছেন, ইসরাইল ও গাজা উপত্যকার আশপাশে হামাসের ১৫শ যোদ্ধার মরদেহ পাওয়া গেছে।

 

তিনি আরও জানান, ইসরাইলি সেনারা সীমানা পেরিয়ে অবরুদ্ধ গাজার বেশিরভাগ অঞ্চল পুনরুদ্ধার করছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, রাতভর তারা গাজার দুই শতাধিকেরও বেশি স্থানে হামলা চালিয়েছে। এছাড়াও তারা গাজার পার্শ্ববর্তী শহর রিমাল ও খান ইউনিসেও হামলা চালায়।

শনিবার (৭ অক্টোবর) ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় হামাস। এর জবাবে চতুর্থ দিনেও গাজায় হামলা অব্যহত রেখেছে ইসরাইল।

হামাসের হামলায় এখন পর্যন্ত ৯ শতাধিক ইসরাইলি নিহত হয়েছেন। আহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি।

হামাসের হামলার পাল্টা জবাবে গাজায় হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। এ পর্যন্ত হামাসের হামলায় ৭শ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ