খুব শীঘ্র ৪৭ লক্ষ ব্যারেল তেল উৎপাদন করবে ইরান৷মঙ্গলবার এমনই কথা জানান ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ৷ এছাড়াও, আগামী মাসেই তেল সরবারহ করার ক্ষেত্রে আরও বেশ কয়েকটি নতুন দেশের সঙ্গে চুক্তি হবে বলে তিনি জানান৷ মঙ্গলবার ইরান সফররত জার্মান একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর ফের তিনি এ কথা জানান৷ জার্মানির এই শিল্পপতি ও ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব আছেন দেশের অর্থমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল৷ এছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন জার্মানির গ্যাস ও ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিন্ডে এবং ইউরোপের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং কোম্পানি সিমেন্সের আরও কয়েকজন কর্তা৷ জাঙ্গানেহ বলেন, “ইরান এখন বিশ্বের সবেচেয়ে বেশি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবারহকারী দেশ৷ তাই বিশ্ব জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইরানের বিশেষ ভুমিকা রয়েছে৷”
প্রসঙ্গত, পশ্চিমী নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তেলের বাজার পুনরুদ্ধার করতে সচেষ্ট হয়েছে ইরান৷ এর পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করতেও নানা ব্যবস্থা গ্রহণ করতে চলেছে দেশটি৷