ইরানের সঙ্গে পরমাণু চুক্তি না হলে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ অবশ্যম্ভাবী ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অ্যামেরিকান ইউনিভার্সিটিতে দেয়া এক ভাষণে ইরানের সঙ্গে পরমাণু চুক্তির পক্ষে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
এছাড়াও, ২০০৩ সালে যারা ইরাক যুদ্ধকে সমর্থন দিয়েছিলেন তারাই এখন ইরানের সঙ্গে চুক্তির সমালোচনা করে যুক্তরাষ্ট্রকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় বলে উল্লেখ করেন ওবামা।
পোস্টটি যতজন পড়েছেন : 114