[english_date]

ইমোশনাল রনবীর-দীপিকা

শেষ হয়ে গেল ইমতিয়াজের ছবি ‘তামাশা’-এর শুটিং। তাতেই ইমোশনাল হয়ে পড়লেন একসময়ের প্রেমিক-প্রেমিকা রনবীর-দীপিকা। এতদিন একসঙ্গে থাকা, ছোট ছোট মজা এই সব খুব মিস করবেন তাঁরা। তাই শুটিংয়ের শেষ দিনে মেহেবুব স্টুডিওতে এতোটাই ভেঙে পড়লেন দু’জন যে উপস্থিত সকলে বেশ অবাক।
বন্ধুত্ব থেকে প্রেম, প্রেম থেকে আবার বন্ধুত্ব। রনবীর-দীপিকার সম্পর্ক এভাবেই এগিয়েছে। এখন দু’জনেই দাবি করেন খুব ভালো ‘বন্ধু’ বলে। কিন্তু, সেটের কীর্তিকলাপ দেখে গুঞ্জন শুরু হয়ে গেছে, এখনও দু’জনের মধ্যে নাকি সেই অনুভূতি রয়ে গেছে। সম্পর্ক থেকে এখনও কেউ বেরোতে পারেননি! নাহলে কি সেটে তাঁরা সেটে ওভাবে ভেঙে পড়েন? এবার এ সব নিয়ে রণবীর বা দীপিকা কী বলবেন কে জানে?
 
এদিকে ইমতিয়াজের ‘তামাশা’ দীপিকা-রণবীরের প্রেমকাহিনি। যদিও ভেঙে গিয়েছে এই সম্পর্ক। কিন্তু রিল লাইফে আজও ছাপ মেলে সেই কেমিস্ট্রির। আর এই রাসায়ণ এবার কাজে লাগাচ্ছেন ইমতিয়াজ আলি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ