[english_date]

ইপিজেডে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বন্ধুর স্ত্রীকে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগে মো. রবিউল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার ১২ সেপ্টেম্বর রাতে নগরীর ইপিজেড থানাধীন আকমল রোড খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রবিবার ১৩ সেপ্টেম্বর দুপুরে র‌্যাবের পক্ষ থেকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়েছে।

রবিউল পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন আলগী বাজার এলাকার জামাল খানের ছেলে। সে নগরীর পতেঙ্গা স্টিল মিল এলাকায় বসবাস করতো।

র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, ‘রবিউল তার বন্ধুর অনুপস্থিতিতে বন্ধুর শিশুকন্যাকে জিম্মি করে তার স্ত্রীকে ধর্ষণ করে ওই ঘটনার ভিডিও ধারণ করে। পরবর্তী সময়ে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরও কয়েকবার ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী র‍্যাব-৭ ক্যাম্পে অভিযোগ করলে র‍্যাবের আভিযানিক দল তাকে গ্রেফতারে অভিযান শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় নগরীর ইপিজেড থানাধীন আকমল রোড খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ধর্ষণের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে ইপিজেড থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ