৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইন্দো-চিন ফিল্মি গাঁটছড়া বাঁধতে চলেছেন ক্যাটরিনা

প্যারিসবাসীর মন জয় করে এবার চিনে পাড়ি দিলেন ক্যাট । ইন্দো-চিন ফিল্মি  গাঁটছড়া বাঁধতে চলেছেন ক্যাটরিনা। বলি-অন্দরের খবর, ‘কুংফু যোগ’ ছবিতে হংকং-য়ের মার্শাল শিল্পী তথা অ্যাকশন-কমেডি হিরো জ্যাকি চ্যানের বিপরীতে অভিনয় করতে চলেছেন বার্বি ডল। যদিও এই  ছবিতে অভিনয় করবেন কিনা, তা এখনও নিশ্চিত করেননি ক্যাট নিজে।

সম্প্রতি ভারত-চিন সম্পর্ক আরও মজবুত করতে তিন দিনের সফর চিনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর দু’দেশের সম্পর্কের উন্নতিতে প্রধানমন্ত্রীর পাশাপাশি এগিয়ে এসেছে বলিউড। ফিল্ম রেগুলেটর’-এর তরফ থেকে  জানানো হয়েছিল, তিনটি ছবিতে একসঙ্গে অভিনয় করবেন আমির ও চ্যান। যদিও পরে এই প্রজেক্ট থেকে সড়ে এসেছেন আমির। এখন শোনা যাচ্ছে, এই  ‘ইন্দো-চিন’ সিনে রিলেশন মজবুত করতে এগিয়ে এসেছেন ক্যাট।

‘কুংফু যোগ’ ছবিটি পরিচালনা করছেন স্ট্যানলি তোঙ। ছবিতে এক ভারতীয় প্রফেসরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ক্যাটকে। অন্যদিকে পুরাতত্ত্ববিদের ভূমিকায় রয়েছেন চ্যান। ঘনিষ্ঠ সূত্রের খবর, এই ছবিতে বেশ ভালোরকম অ্যাকশন করতে দেখা যাবে ক্যাটকে। যদিও ‘এক থা টাইগার’ ছবিতে অ্যাকশন করতে দেখা গিয়েছিল এই বলি- সুন্দরীকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ