[english_date]

ইন্দোনেশিয়ান বিমানের মিলল ৫৪ যাত্রীর মৃতদেহ

ভেঙে পড়া ইন্দোনেশিয়ান এয়ারলাইন্সের ধ্বংসস্তুপের খোঁজ আগেই মিলেছিল। মঙ্গলবার সরকারি সূত্রে জানানো হল, বিমানের সব যাত্রীরই মৃতদেহের খোঁজ মিলেছে। সরকারি সূত্রেও আরও জানানো হয়েছে, বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।

ATR42-300 ট্যুইন টার্বোপ্রপ বিমানটি গত রবিবার পাপুয়ায় ভেঙে পড়ে। প্রতিকূল আবহাওয়া ও অত্যাধিক বৃষ্টিতেই ঘটে এই দুর্ঘটনা। বিমানটি জয়াপুরা থেকে অক্সিবিল যাচ্ছিল। যদিও বিমানটির চালক শেষ পর্যন্ত কোনও ‘ডিসট্রেস কল’ করেননি বলে দাবি করেন সে দেশের পরিবহণমন্ত্রী।

গত সোমবার অক্সাবিল থেকে সাত মাইল দূরে প্রায় ২৬০০ ফুট উচ্চতায় পাহাড়ের গায়ে বিমানটির ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি উদ্ধার করা যাচ্ছিল না। বিমানটিতে ছিলেন ৪৯ জন যাত্রী ও পাঁচজন বিমাকর্মী। যাত্রীদের মধ্যে পাঁচজন শিশুও ছিল। বিমানটিতে ৪৬৮,৭৫০ ডলার নগদ অর্থ বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সেই বিপুল পরিমাণ অর্থেরও খোঁজ মেলেনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ