এশিয়া সফর করছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। তবে এই সফরের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে স্পেনের বার্সেলোনায় গিয়েছেন মেসি। তাতে পরবর্তী ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে তাকে দেখা যাবে না। তবে ইন্দোনেশিয়ার বিপেক্ষ না খেলে বার্সায় কী করছেন মেসি?
গত ১৬ জুন ইন্দোনেশিয়ায় পৌঁছেছে আর্জেন্টিনা। দলের সঙ্গে নেই মেসি। ইন্দোনেশিয়ার বিপক্ষে তিনি যে থাকবেন না, তা আগেই জানা গিয়েছিল। মেসির পাশাপাশি ইন্দোনেশিয়া সফরে নেই অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকোলাস ওতামেন্দি। এই তিন তারকাকে ছাড়াই ১৯ জুন স্বাগতিকদের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
বিষয়টি নিয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি বলেছিলেন, ‘তারা ছুটি কাটাতে বার্সা গিয়েছে।’ কোচের এই কথারই প্রমাণ পাওয়া গেল ওতামেন্দির টুইটা বার্তায়। বার্সায় মেসি, ডি মারিয়া এবং ওতামেন্দির কাটানো একটি মুহূর্তের ছবি দেয়া হয় সেখানে।
ছবিতে ওতামেন্দি লিখেছেন, ‘বন্ধুরা’। মূলত ব্যস্ততম ক্লাব ফুটবল শেষ করে এই তিন আর্জেন্টাইন তারকা স্পেনে গিয়েছেন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে। সেখানে লুইস সুয়ারেজের রেস্তোরাঁয় সময় কাটাতে ভুল করেননি মেসি, ডি মারিয়া ও ওতামেন্দি।