সাংহাইয়ে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে জমজমাট লড়াইয়ে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। হাইভোল্টেজ ম্যাচে মারিও গোতজের একমাত্র গোলে জয় পায় জার্মান জায়ান্টরা।
সিরি আ’র অন্যতম সেরা দল ইন্টার মিলানের বিপক্ষে লাম, মুলার, নয়্যারদের সমন্বয়ে শক্তিশালী দল নিয়েই মাঠে নামে বায়ার্ন মিউনিখ। তবে আগের ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেয়া বাভারিয়ানরা, ইন্টার মিলানের জমাট রক্ষণে চির ধরাতে বারবার ব্যর্থ হয়। যার ফলে গোলশূন্য থেকে যায় ম্যাচের প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতে পেপ গার্দিওলা মাঠে নামান তার তুরুপের তাস গোতজেকে।
আর নিজের সামর্থ্যের প্রমাণ রেখেই ম্যাচের শেষ বাঁশি বাজার ১০ মিনিট আগে প্রতিপক্ষের জালে বল জড়ান, ২০১৪ ফিফা বিশ্বকাপে জার্মানির বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গোতজে। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।