কাঁধে কাঁধ মিলিয়ে বার্সেলোনায় খেলেছেন দীর্ঘদিন। বয়সে সমসমায়িক বলে লিওনেল মেসি ও সার্জিও বুসকেটসের মধ্যে অন্তরঙ্গ বন্ধুত্বও ছিল। দুই বছর পর দুই বন্ধুর আবার পুনর্মিলনী হতে যাচ্ছে। মেসিকে অনুসরণ করে সার্জিও বুসকেটসও নাম লেখাতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে।
মেসি তো আগেই ঘোষণা দিয়ে রেখেছেন—আমি ইন্টার মায়ামিতে যাচ্ছি। এখনো আনুষ্ঠানিক চুক্তি না হলেও সেই ঘোষণা মতো আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক এরই মধ্যে নিজেকে ইন্টার মায়ামির একজন হিসেবেই পরিচয় দিচ্ছেন!
৩৪ বছর বয়সি সার্জিও বুটকেটসের সঙ্গেও ইন্টার মায়ামির আনুষ্ঠানিক চুক্তি এখনো হয়নি। তবে স্পেনের গণমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ দাবি করেছে, দুই পক্ষই চুক্তির ব্যাপারে সম্মত হয়েছেন। ফলে চুক্তিটা এখন সময়ের ব্যাপারমাত্র।
উল্লেখ্য, এই ‘মুন্দো দেপোর্তিভো’কে দেওয়া সাক্ষাত্কারেই মেসি ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণাটা দিয়েছিলেন।
২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। তারপর এই বুসকেটসই ছিলেন বার্সেলোনার অধিনায়ক। সদ্য শেষ হওয়া মৌসুমে তার নেতৃত্বেই চার মৌসুম পর লা লিগার শিরোপা জিতেছে বার্সেলোনা। তবে বয়স ৩৪ হয়ে যাওয়ায় ক্লাব বার্সেলোনায় কদর অনেকটাই কমে গিয়েছিল! বিষয়টা অনুধাবন করে বুসকেটস মৌসুম শেষ হতেই বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন। এরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে, বার্সা ছেড়ে সৌদি আরবে পাড়ি জমাতে যাচ্ছেন বুসকেটস। তখন মেসিকে নিয়েও গুঞ্জন ছিল সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেওয়ার।
মেসি আল হিলালের প্রস্তাব প্রত্যাখ্যান করে বেছে নিয়েছেন ইন্টার মায়ামিকে। মজার ব্যাপার হলো, মেসির ঐ ঘোষণার পর বুসকেটসকে জড়িয়ে গুঞ্জনও বাঁক নেয়। সৌদি আরবে পাড়ি জমানোর পরিবর্তে বুসকেটস বন্ধু মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে যাচ্ছেন বলেই গুঞ্জন ছড়িয়ে পড়ে। ‘মুন্দো দেপোর্তিভোর’ দাবি অনুযায়ী, সেটাই সত্যি হতে যাচ্ছে।