১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘ইনজুরি-কবলিত’ নেইমারকে বেচে দেবে আল-হিলাল!

নেইমার জুনিয়রের ইনজুরি ও ভবিষ্যৎ নিয়ে এক নতুন গুঞ্জন ছড়িয়েছে সৌদি ক্লাব আল-হিলালে। দেড় বছর আগে পিএসজি থেকে সৌদি প্রো-লিগের আল-হিলালে যোগ দিয়েছিলেন নেইমার, তবে ইনজুরির কারণে মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি সময় কাটিয়েছেন। সাম্প্রতিক অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরি থেকে ফিরলেও আবারও চোট পান এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে।
বর্তমানে তার এই ইনজুরি তাকে আরও দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে রাখতে বাধ্য করছে। ফলে মৌসুমের দ্বিতীয় ধাপে সৌদি প্রো-লিগে তাকে স্কোয়াডে রেজিস্টার করতে অনিচ্ছুক আল-হিলাল। ক্লাবটি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নেইমারকে ছেড়ে দেয়ার কথাও ভাবছে। সূত্রমতে, যদি ক্লাবটি নেইমারকে ছেড়ে দেয়, তবে ক্ষতিপূরণ হিসেবে ৯০ মিলিয়ন ইউরোও দিতে প্রস্তুত।
সৌদি সাংবাদিক ওয়ালিদ আল-ফারাজ বলেছেন, নেইমারের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত আল-হিলালের চুক্তি থাকলেও, জানুয়ারিতে তাকে দল থেকে বাদ দেয়া হতে পারে। অপরদিকে ক্রীড়া সমালোচক মোহাম্মেদ আল-শেইখ বলেছেন, নেইমার একাধিক ইনজুরির কারণে মাঠে নিরবিচ্ছিন্নভাবে খেলতে পারছেন না, যা ক্লাবের আর্থিক এবং কৌশলগত ক্ষতির কারণ হচ্ছে।
এদিকে নেইমারের মায়ামিতে বাড়ি কেনার কারণে ইন্টার মায়ামিতে তার যোগ দেয়ার গুঞ্জনও বেড়েছে। তবে মায়ামির কোচ টাটা মার্টিনো জানান, আর্থিক সীমাবদ্ধতার কারণে নেইমারকে দলে নেয়া কঠিন হতে পারে।
২০২৩ সালের আগস্টে আল-হিলালে যোগ দিয়ে এ পর্যন্ত মাত্র সাতটি ম্যাচ খেলেছেন নেইমার। ইনজুরি ও মাঠের বাইরের সময়ের জন্য তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে এবং আল-হিলাল কর্তৃপক্ষ তার চুক্তি শেষ হওয়ার আগেই তাকে ছেড়ে দিতে পারে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ