[english_date]

ইতালি নাগরিক হত্যায় একজনের জবানবন্দি

আর্থনিউজ২৪ ডেস্ক:  ইতালির নাগরিক হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার তিনজনকে আট দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক জিহাদ আসামিদের হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান তিনজনের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
এই তিনজন হলেন- রাসেল চৌধুরী ওরফে চাকতি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেল ওরফে কালা রাসেল এবং শাখাওয়াত হোসেন ওরফে শরীফ।
আদালতের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাস উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে তামজিদ আহম্মেদ রুবেল ওরফে শুটার রুবেল হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ায় তাকে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়নি।
বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এক বড় ভাইয়ের নির্দেশে এবং টাকার প্রলোভনে তাঁরা এ কাজ করেছেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর গুলশানের কূটনৈতিক পাড়ায় তাভেল্লাকে গুলি চালিয়ে হত্যা করা পালিয়ে যায় মোটর সাইকেল আরোহী দুর্বৃত্তরা। আইসিসিও কো-অপারেশন নামে একটি সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন ইতালির নাগরিক সিজার তাভেল্লা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ