[english_date]

ইতালি নাগরিক হত্যার পরিকল্পনাকারী ও মূল হোতারা শনাক্ত

রাজধানীতে ইতালি নাগরিক তাবেলা সিজারের হত্যার পরিকল্পনাকারী ও মূল হোতারা শনাক্ত হয়েছে এমনটা জানিয়ে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, “এখন সাক্ষ্য ও প্রমাণের চেষ্টা চলছে।”

আজ রবিবার বেলা ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপির) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

পবিত্র আশুরা পালন এবং দুর্গা পূজায় আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনাপর বলেন, “দুর্গা পূজাকে ঘিরে কেউ চাঁদাবাজি, পেশীশক্তির ব্যবহার, ইভটিজিং অথবা গোলযোগের চেষ্টা করলে তা কঠোরহস্তে দমন করা হবে।”

ডিএমপি কমিশনার বলেন, সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। প্রত্যেকটি মণ্ডপে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি।

তিনি জানান, সার্বিক নিরাপত্তার জন্য পোশাকধারী, বিনা পোশাকে এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা সর্বত্র প্রহরায় থাকবেন। কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক থাকবো।

তিনি বলেন, অনেক সময় পূজাকে কেন্দ্র করে চাঁদাবাজি, পেশীশক্তির ব্যবহার, ইভটিজিং ও গোলযোগের চেষ্টা করা হয়। এমন কিছু নজরে এলে তা কঠোর হাতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সন্ধ্যার আগে সমস্ত প্রতীমা বিসর্জন দেয়ার বিষয়ে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে কমিশনার বলেন, “ভক্তরা যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পূজা উদযাপন করতে পারে এজন্য মণ্ডপের চৌহদ্দির মধ্যে কোনো যানবাহন ঢুকতে দেয়া হবে না।”

[review]

অন্যদিকে আগামী ২৪ অক্টোবর পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের নিরাপত্তা নিশ্চিতে মিছিলের সামনে পেছনে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দেবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ