[english_date]

ইতালিতে তরুণ বেকারের হার ৪৪ দশমিক ২ শতাংশ

জুনে ইতালিতে তরুণ বেকারত্বের হার পৌঁছেছে ৪৪ দশমিক ২ শতাংশে, যা গত ৩৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া, বেড়েছে সামগ্রিক বেকারত্ব হারও। দেশটির পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, এর আগে ১৯৭৭ সালে ইতালির বেকারত্ব হার এতো বেশি ছিলো। পরিসংখ্যানে দেখা গেছে, জুনে দেশটিতে বেকার সংখ্যা অন্তত ২ কোটি ২২ লাখ, যা মে মাসের চেয়ে ১ দশমিক ৭ শতাংশ বেশি। জুনে পুরো ইউরোপীয় ইউনিয়নের বেকারত্ব হার দাঁড়িয়েছে ১ দশমিক ৭ শতাংশ।

এছাড়া, বর্তমানে দেশটির মোট ঋণের পরিমাণ ২ দশমিক ২১ ট্রিলিয়ন ইউরো। তবে অর্থনৈতিক পুনর্গঠন কার্যক্রম হাতে নেয়ায় দেশটির সরকারের দাবি, শিগগিরই ইউরোজোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের স্থানটি দখল করবে ইতালি।

আর ২০২০ থেকে ৩০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ইতালি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ