
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মধ্যে শনিবার মনোনয়ন (প্রত্যয়নপত্র) বিতরণ শুরু করবে বিএনপি। কিন্তু নির্বাচনের তেমন কোন উত্তেজনা বা মাতামাতি নেই দলটির মধ্যে। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারের প্রত্যয়নপত্রে স্বাক্ষর করবেন বলে জানা যায়। । দলের বেশ কয়েকজন দায়িত্বশীল নেতা ও নির্বাচনী এলাকার কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কটের পর দলীয় প্রতীক ও মনোনয়নের ভিত্তিতে অনুষ্ঠিত ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে স্বত:স্ফূর্তভাবে অংশ নেয় বিএনপি।
সূত্রমতে, পৌরসভা নির্বাচনের ফল আশানুরূপ না হওয়ায় বিএনপির শীর্ষ নেতৃত্বের বড় একটি অংশ ইউপি নির্বাচনে না যাওয়ার পক্ষে মত দেয়।
কিন্তু বিএনপির হাইকমান্ড বিপরীত সিদ্ধান্ত দেয়।এরই ভিত্তিতে প্রথম ধাপে উপকূলীয় ১২টি জেলায় ৭ শ’ ৩৯ টি ইউনিয়নে আগামী মার্চে দলীয় প্রতীক ও মনোনয়নের ভিত্তিতে অনুষ্ঠেয় নির্বাচনে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি।
স্থানীয় বিএনপির শীর্ষ নেতা, সাবেক সংসদ সদস্য ও বিগত নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করা প্রার্থীদের মাধ্যমে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করেছে দলটি।কিন্তু পৌরসভা নির্বাচন নিয়ে যে মাতামাতি লক্ষ্য করা গেছে, আসন্ন ইউপি নির্বাচন নিয়ে সেই মাতামাতি নেই বিএনপিতে।
নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মনোনিত করার জন্য কেন্দ্রীয়ভাবে কোনো সমন্বয় কমিটি গঠন করেনি তারা। গুলশান বা নয়পাল্টন অফিসে কোনো মনিটরিং সেল গঠন করা হয়নি।
প্রার্থী চূড়ান্ত করার জন্য তৃণমূল নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা যে তালিকা কেন্দ্রে জমা দেবেন, সেই তালিকা অনুযায়ী দলের ভারপ্রাপ্ত মহাসচিব প্রত্যয়নপত্র বিতরণ করবেন। আগামী শনিবার থেকে এই প্রত্যয়নপত্র বিতরণ শুরু হতে পারে।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় কাউন্সিল নিয়ে ব্যস্ত থাকায় বিএনপি এখন ইউপি নির্বাচন নিয়ে বেশি সময় ব্যয় করতে চায় না। পৌরসভা নির্বাচনে নেতিবাচক ফলও ইউপি নির্বাচনের ব্যাপারে অনাগ্রহ তৈরি হয়েছে বিএনপিতে।
সূত্রমতে, সব দায় সরকারের উপর চাপালেও নিজেদের সাংগঠনিক দুর্বলতার বিষয়টিও ছোট করে দেখছে না বিএনপি। এ কারণে, দায়সারাভাবে ইউপি নির্বাচনে অংশ নিয়ে জাতীয় কাউন্সিলের মাধ্যমে দল গোছানোর দিকে বেশি নজর দিচ্ছে দলটি।
এদিকে রাজনীতির মাঠে প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী চূড়ান্ত করে মনোনয়ন বিতরণের দিন-ক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেও, এ ব্যাপারে বিএনপিতে তেমন আওয়াজ নেই।
তবে আগামী শনিবার (২০ ফেব্রুয়ারি) থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করবে তারা। গুলশান অথবা নয়াপল্টন অফিস থেকে মনোনয়নপত্র বিতরণ করা হতে পারে। গতকাল অবধি কাগজপত্র তৈরির কাজ চলছিল বলে জানা যায়। গুছানো হলে তা বিতরণ করা হবে।