
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব. মো. জাবেদ আলী বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাদ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হবে। এ নির্বাচনে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা পর্যবেক্ষন করবেন। শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করার লক্ষে এবং নির্বাচনী বিভিন্ন মেয়াদের কারণে ৬টি ধাপে নির্বাচন করা হচ্ছে। প্রথম ধাপের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা আগামী ২ মার্চে প্রতীক বরাদ্দের পরে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। এর আগে কেউ তা পারবেননা। কারণ বর্তমানে ছেলেমেয়েদের এসএসসি পরীক্ষা চলছে। ছেলে মেয়েদের পরীক্ষার কথা মাথায় রেখে নির্বচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার বিকেল ৩টায় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে তার সভাকক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পর্যালোচনা সভায় তিনি প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন এবারই প্রথম দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। দেশে এখন প্রায় দশ কোটি ভোটার রয়েছে। কোন প্রকার অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে এবং কেউ যেন কোন জাল ভোট দিতে না পারে এবং ভোটারদের মধ্যে যারা মারা গেছেন তাদের ভোট যেন কেউ দিতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার অনুরোধ করেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাদের দায়িত্ব পালনে আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনী মোট ব্যায়ের তিন ভাগের দুই ভাগই খরচ করা হয় এই বাহিনীর পিছনে। আর বাকী এক ভাগ ব্যায় হয় সার্বিক খরচ।
এ সমায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা মিহির সারোয়ার হোসেন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ হারুন-অর রশীদ, জেলার ৬৮টি ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ৬ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ৬ থানার ভারপ্রাপ্ত কর্মর্তাগণ প্রমুখ।