৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

”ইউপি নির্বাচনে ক্ষমতাসীনদের হয়রানিতে বিএনপির প্রার্থীরা ঘরছাড়া”

ক্ষমতাসীনদের হয়রানির কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ঘর ছাড়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থীদের প্রত্যয়নের জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ও নমুনা স্বাক্ষর জমা দেয়ার পর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘আমাদের প্রার্থীদের (ক্ষমতাসীনরা) শুধু ভয়ভীতি নয়, মিথ্যা মামলা দিয়ে ‘স্পেসিফিকভাবে’ গ্রামের নাম ধরে তালিকা করে বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে।’

তিনি বলেন, ‘আমাদের সম্ভাব্য প্রার্থীরা এখন বাড়ি-ঘর ছাড়া; যাতে ধানের শীষের প্রার্থীরা ভালো করে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে সে জন্য এসব করা হচ্ছে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ