বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। তিনি বলেন, এ নির্বাচন কমিশনকে বদলাতে হবে। নির্বাচনের নতুন পরিবেশ সৃষ্টি করতে হবে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে’ এক সভায় এ কথা বলেন তিনি।
নোমান বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। আমরা সব নির্বাচনে যেতে চাই। সেই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নিতে চায়। কিন্তু আমাদের নির্বাচনে যাওয়ার পরিবেশ নেই। কারণ বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করে যাচ্ছে।
সরকার বিএনপির কাউন্সিল করতে দিচ্ছে না অভিযোগ করে নোমান বলেন, সরকার যদি কাউন্সিলের পরিবেশ সৃষ্টিতে বাধা না দেয় তাহলে, ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা বা ঢাকার বাইরে এ কাউন্সিল করতে বিএনপি সক্ষমতা রাখে।