![](https://earthnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ইউক্রেনের প্রায় দুই তৃতীয়াংশ শিশু বাস্তুচ্যুত হয়েছে। দেশটিতে রাশিয়ার হামলার পর গত ছয় সপ্তাহের বেশি সময়ে লাখ লাখ শিশু তাদের অভিভাবকদের সঙ্গে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য নিশ্চিত করেছে।
ইউনিসেফের জরুরি কর্মসূচির পরিচালক মানুয়েল ফন্টেইন তিনি সম্প্রতি ইউক্রেন থেকে ফিরেছেন। তিনি জানিয়েছেন, দেশটির ৭৫ লাখ শিশুর মধ্যে ৪৮ লাখ শিশুই বাস্তুহারা হয়ে পড়েছে।
এত কম সময়ের মধ্যে এই বিপুল পরিমাণ শিশুর বাস্তুহারা হয়ে পড়ার ঘটনায় ‘বেশ অবিশ্বাস্য’ বলে মনে করেন তিনি।
ইউনিসেফের এই শীর্ষ কর্মকর্তা জানান, শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে গত ৩১ বছরে তিনি এত দ্রুত এ ধরনের ঘটনা ঘটতে আর দেখেননি।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তিনি বলেন, নিজেদের বাড়ি-ঘর, স্কুল, পরিবারের সদস্য এমনকি সবকিছু ছেড়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
এদিকে ইউক্রেন যুদ্ধে প্রায় ১৯ হাজার ৫শ সেনা হারিয়েছে রাশিয়া। কিয়েভের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। দুপক্ষের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।
এছাড়া ইউক্রেন যুদ্ধে ৭২৫টি ট্যাংক, ১ হাজার ৯২৩টি সামরিক যান, ১৫৪টি প্লেন এবং ১৩৭টি হেলিকপ্টার খুইয়েছে রাশিয়া।
এদিকে গত শুক্রবার ক্রেমলিনের পক্ষ থেকেও ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করা হয়। তবে তারা হতাহত সৈন্যের সংখ্যা উল্লেখ করেনি। এর আগে গত ২৪ মার্চ ন্যাটোর পক্ষ থেকে জানানো হয় যে, ইউক্রেন যুদ্ধে ১৫ হাজার সেনা হারিয়েছে মস্কো।
অপরদিকে রাজধানী কিয়েভের কাছে রোববার এক হাজার দুশ’র বেশি মরদেহ পাওয়া গেছে বলে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গত মাসে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত ওই অঞ্চলে বহু বেসামরিক নিহত হয়েছে। বিভিন্ন শহর ছেড়ে লাখ লাখ মানুষ পালাতে বাধ্য হয়েছে।