ইউক্রেনজুড়ে অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইউক্রেনের স্থানীয় এক গভর্নর জানান, দক্ষিণপূর্বাঞ্চলীয় ঝাপোরিজঝিয়ায় রাশিয়ার হামলায় নিহত হয়েছে ১০ জন। গভর্নর ইভান ফেদোরভ বলেছেন, শুক্রবার রুশ হামলায় একটি গ্যারেজ ও সার্ভিস স্টেশনে আগুন লাগে।
তিনি জানিয়েছেন, হামলায় চার এবং ১১ বছর বয়সী দুই শিশু আহত হয়েছে। এ ছাড়া শুক্রবার ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভি রিহতেও হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত দুইজন নিহত হয়েছে।
ইউক্রেনের জরুরি পরিষেবা এজেন্সি বলেছে, হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছে। এরমধ্যে একজন শিশুও আছে। নিখোঁজ একজনকে উদ্ধারে তল্লাশি চলছে।
বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে জানানো হয়েছে, হামলায় তিনতলা একটি ভবন ধ্বংস হয়েছে। সেইসঙ্গে আরও আবাসিক ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ হওয়ার পরেই ইউক্রেনে অতর্কিত হামলা হলো।
বাংলাদেশের ৫৩.৬% মানুষ ভারতকে পছন্দ করেন, অপছন্দ করেন ৪১.৩%বাংলাদেশের ৫৩.৬% মানুষ ভারতকে পছন্দ করেন, অপছন্দ করেন ৪১.৩%
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা এক হাজার ১৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত।