১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইংল্যান্ডের হয়ে খেলব: রুনি

তাঁকে নিয়ে যতই সমালোচনা হোক না ৷ তাঁকে নিয়ে যতই গুঞ্জন তৈরি হোক না কেন, এখনই ইংল্যান্ডের জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর কোনও ইচ্ছা নেই রুনির৷ আপাতত তাঁর লক্ষ্য জাতীয় দলের হয়ে ৫০-তম গোল করা ৷৪৯ গোল করে ববি চালটনের রেকর্ড ইতিমধ্যেই স্পর্শ করেছেন ৷মঙ্গলবার সুইজারল্যান্ডের বিরুদ্ধে ৫০-তম গোলটি করে ফেলতে উদগ্রীব এই ম্যাঞ্চেস্টার তারকা৷ পাশাপাশি যতদিন মন চাইবে, যতদিন পারবেন ততদিন জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে চান ৷

রুনি বলেছেন, ‘ আমি মনে করি এখনও ইংল্যান্ডের হয়ে অনেক খেলা খেলতে পারি আমি ৷ আগেই বলেছিলাম ৫০ গোল করতে চাই জাতীয় দলের হয়ে ৷ শুধু মাত্র ৫০ গোল করেই যদি থেমে যায় তাহলে আমি হতাশ হব৷এখনও খেলা চালিয়ে যেতে চাই৷’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ