৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আ.লীগ-যুবলীগের ১০ নেতাকর্মীকে কুপিয়ে আহত

চুয়াডাঙ্গা জীববনগর উপজেলায় আ.লীগ-যুবলীগের ১০ নেতাকর্মীকে কুপিয়ে আহত করা হয়েছে। এতে উথলী ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি লিটনও আহত হন। শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের অভিযোগ পূর্বশত্রুতার জের ধরে মনোহরপুর বাসস্ট্যান্ডে প্রতিপক্ষ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রসুলসহ তার লোকজন তাদের ওপর হামলা চালায়। এসময় দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রসুল জানান, লিটনসহ তার লোকজন ফিরোজ মল্লিক, রাজু ও জামালকে অন্যায়ভাবে পিটিয়ে আহত করার ঘটনায় তারা ক্ষিপ্ত হয়ে তারা এ ঘটনা ঘটিয়েছে।
যুবলীগ নেতা এবং লীটনের মামা আকিমুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে পরিকণ্পিতভাবে লিটনসহ ১০জনকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ