[english_date]

আ.লীগ ও বিএনপি প্রতিনিধিকে সাক্ষাৎ দেননি সিইসি

আ.লীগ ও বিএনপি প্রতিনিধিকে সাক্ষাৎ দেননি সিইসি। দুটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে অবস্থান করলেও তাদের সাক্ষাৎ দেননি প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ।

সকালে ভোটগ্রহণ শুরুর পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। তবে তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ না পেয়ে কমিশনার শাহনেওয়াজ ও জাবেদ আলীর কক্ষে অবস্থান করেন।

দুপুরে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। তারাও সিইসি’র সাক্ষাৎ পাননি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এইচটি ইমাম বিষয়টি জানান। সিইসি’র সাক্ষাৎ না পাওয়ায় দুঃখ পাওয়ার কথা জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ