[english_date]

আ.লীগের মনোনয়ন কিনতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসা করছেন অনেকদিন ধরেই। জনপ্রিয় এই নায়িকা এবার নাম লেখাচ্ছেন রাজনীতিতে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনতে যাচ্ছেন অভিনেত্রী মাহিয়া মাহি। জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি।

বুধবার (২৮ ডিসেম্বর) রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েও জানিয়েছেন তার পরিকল্পনার কথা।

বৃহস্পতিবার বিকেল ৩টায় মনোনয়ন কিনতে যাবেন জানিয়ে মাহি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আসন্ন উপনির্বাচনে নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট উপজেলার সর্বস্তরের জনগণের সেবা করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর দলীয় কার্যালয় ধানমন্ডি ৩/এ থেকে মনোনয়নপত্র গ্রহণ করতে যাব ইনশাআল্লাহ। সবার দোয়া চাই।’

বেশ কিছুদিন ধরেই নিজ এলাকা রাজশাহীতে জনসংযোগ করছিলেন মাহি। সে সময় তিনি রাজনীতিতে আসার ইচ্ছার কথাও জানান সবাইকে। এবার সেই ইচ্ছা পূরণে আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কিনতে যাচ্ছেন মাহি।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ