শরণার্থী নিয়ে বিশ্বে আলোড়ন সৃষ্টি করা সেই শিশু আয়লান কুর্দির মৃত্যুর জন্য তুরস্কে দুই পাচারকারীর বিচার শুরু হয়েছে। এরা হলেন মুয়াফাকা আলাবাস ও অসীম আলফ্রহাদ। তারা দুজনই সিরীয়। মানবপাচার ও হত্যার অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ ৩৫ বছরের কারাদণ্ড হতে পারে। এদিকে মানব পাচারকারীদের ধরতে ইজিয়ান সাগরে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে পশ্চিমা বিশ্বের সামরিক জোট ন্যাটো। জোটের প্রতিরক্ষামন্ত্রীরা পূর্ব ভূমধ্যসাগরে নৌবাহিনী নামানোর ব্যাপারে ঐকমত্যে পৌছানোর পর এই সিদ্ধান্তের কথা জানান ন্যাটো প্রধান জেনস স্টোলেনবার্গ।
সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে কোবানি শহর থেকে তুরস্কে আশ্রয় নিয়েছিল আয়লানের পরিবার। এরপর গত বছর অর্থনৈতিক মুক্তির আশায় তারা রাতের অন্ধকারে তুরস্কের বোদরাম এলাকা থেকে গ্রিসের কস দ্বীপে যাওয়ার প্রচেষ্টা চালায়। এই সময় তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এতে আয়লানের মা ও ভাই মারা যায়। ভাগ্যক্রমে বেঁচে যায় তার বাবা। তবে বোদরাম সমুদ্র সৈকতে আয়লানের মুখ থুবড়ে পড়া একটি ছবি প্রকাশ করেন এক সাংবাদিক। এরপর সারা বিশ্বে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।