আসুন, জেনে নেই আজকের রাশিফল ।বিশ্বাস থাকুক আর নাই থাকুক, একটু সতর্ক থাকতে তো দোষ নেই!
মেষ (মার্চ ২১-এপ্রিল ২০):
কেমন আছেন? আজ আপনার বিশেষ মনোস্কামনা পূর্ণ হবে। আজ বিশ্বাসভাজন ও আপনার প্রিয় কোনো মানুষের সঙ্গে দেখা হতে পারে। পারিবারিক দীর্ঘ দ্বন্দ্বের অবসান ঘটতে পারে আজ। কিন্তু তাই বলে যদি খুশিতে লাফ দেন তাহলে কোমড় ভাঙার চান্স আছে। শারীরিক অবস্থা ভালো যাবে না। কারো সঙ্গে মন কষাকাষি। মনকে শক্ত রাখুন, অফিসে আজ ঝড় বইবে। নিজের মতো কাজ করে যান।
বৃষ (এপ্রিল ২১- মে ২১):
একটু এগিয়ে আসুন,শিক্ষাক্ষেত্রে গবেষণার জন্য স্বীকৃতি মিলতে পারে। তবে বৃষ রাশির জাতকের আজ প্রেমভাগ্য মন্দ। প্রেমিকার সঙ্গে অহেতুক ঝগড়া, শেষমেষ মুখ দেখা বন্ধ। কর্মক্ষেত্রের পরিবেশ থাকবে আপনার পক্ষে। তবে কথা বলার সময় সতর্ক থাকুন। পারিবারিক সুখবর পাওয়ার সম্ভাবনা আছে। দূরে কোথাও যাত্রা করার আগে ভেবে দেখবেন। জমিজমার খোঁজ নিন।
মিথুন (মে ২২- জুন ২১):
বেশ করেছি প্রেম………। প্রেম করে হুট করে বিয়ের সিদ্ধান্ত নেয়ার আগে অন্তত আরো একবার ভাবুন। যার সঙ্গে মনের সংযোগ নেই তাকে বিয়ে করলে পস্তাবেন। নিজের মতামত প্রকাশ না করতে পারার ফলে মানসিক বিরক্তির জন্ম নেবে। অর্থনৈতিক সমস্যা মনকে বিচলিত করতে পারে।
কর্কট (জুন ২২- জুলাই ২২):
গুড মর্নিং, সকালটা শুরুই হচ্ছে সুখবর দিয়ে। চাকরির ইন্টারভিউয়ের চিঠি কিংবা শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। তবে কারো সন্তান হয়েছে এমন সুসংবাদও পেতে পারেন। তাই যদি হয় তবে সাবধানে এগুবেন।খুব জরুরি দরকার না থাকলে যেকোনো বৈষয়িক চুক্তির পরিকল্পনা রদ করুন। কথা দিয়ে কথা মতো কাজ করতে না পারার ফলে ব্যবসায় সমস্যার সৃষ্টি হতে পারে। তবে সমাজের প্রভাবশালী লোকদের মধ্যে জায়গা করে নিতে পারবেন।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২৩):
কি করছেন? নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোর যুগ শেষ। তবু আত্মার ক্ষুধা মেটাতে সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে।আইনগত সমস্যা প্রাপ্তিযোগকে বিলম্বিত করতে পারে। গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান বেরিয়ে আসতে পারে। পরিবারের বয়স্ক মানুষদের সহায়তায় জটিল পরিস্থিতি থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে যোগ্যতার প্রমাণ দিতে সক্ষম হবেন। পাশাপাশি প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ এক ঝটকায় চলে যাবে।
কন্যা (আগস্ট ২৪- সেপ্টেম্বর ২৩):
বেশ ভালো তো! কর্মক্ষেত্রে ব্যক্তিগত যোগ্যতায় সাফল্য আসতে পারে। আর্থিক দিক থেকে দিনটি শুভ। আপনার কাজের ফলে পরিবারের অভিভাবকদের আপনার উপর আস্থা বাড়বে। তবে যথেষ্ট বিচার-বিবেচনা করে প্রেমের ক্ষেত্রে সিদ্ধান্ত নিন।দুনিয়াতে আপনার একটাই কাজ, আর সেটা হলো ঘনঘন প্রেমে পড়া! অবশ্য কারো কারো জন্য প্রেমই শক্তি। আপনার সৃষ্টিশীলতা প্রেমে সজাগ হয়। তাই সৃষ্টিশীল কাছে আরো বেশি মনযোগ দিন।
তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২):
এতো মাথা গরম কেন ? আপনি যখন অসহায় থাকেন তখন যে ব্যক্তিটি আপনার পাশে এসে দাঁড়ায় আপনাকে তুলে ধরে, জেনে রাখবেন সে আপনার ওপর অসন্তুষ্ট হতে যাচ্ছেন। বিভ্রম তৈরি হবে কাজে।কোনো ব্যক্তিকে স্পষ্ট কথা বলতে গিয়ে বিড়ম্বনার শিকার হতে পারেন। দুপুরের দিকে নতুন যোগাযোগ আসতে পারে। মহৎ কোনো উদ্দেশ্যের জন্য আপনার কাছে কেউ অর্থ পাঠাবে। আজকের দিনে পারিবারিক পক্ষে যথেষ্ট সহায়তা পাবেন। পারিবারিক বিষয়ে কনিষ্ঠদের কথা শুনে সুফল লাভ করতে পারেন।
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১):
স্থির হোন। আপনাকে বুঝে ফেলা যায় সহজেই, আর এ নিয়ে আপনি বেশ বিব্রত। একে সামাল দিতে হবে, নিজেকে জাহির করা হতে বিরত থাকতে হবে। বিদেশ থেকে উচ্চশিক্ষার জন্য আমন্ত্রণ আসতে পারে। পশু-পাখির সঙ্গে আজ ভাব হবে। সাংসারিক হবে আপনার অপরপক্ষ। কলহ কমে যাবে পরিবারে। প্রতিহিংসাজনিত কারণে মানসিক আঘাত আসতে পারে। দুপুরের দিকে পারিবারিক জটিলতা বাড়তে পারে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১):
দিনটি বাণিজ্যের জন্য ভালো। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। পরিবারের অভিভাবকদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। তবে আত্মবিশ্বাসের দ্বারা জটিল কাজ সমাধান করে সুনাম পাবেন। সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন। বেশি চালাকি না করে আপনার প্রকৃত স্বভাব দিয়েই চালিয়ে যান, সাফল্য আসবে। অনেক দূরের আত্মীয়দের সঙ্গে আজ দেখা হয়ে যাবে।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯):
স্বাস্থ্যের উন্নতি ঘটবে। ভ্রমণ শুভ।তবে অতীতের রাগ অভিমান ভুলে আপনি এগিয়ে গেলে আপনার বন্ধুও এগিয়ে আসবে। তবে পথে সতর্ক হয়ে চলাফেরা করা দরকার। আঘাতের যোগ আছে। আত্মীয়দের থেকে কোনো কার্যকরী খবর পেতে পারেন। অযথা ব্যয়ের যোগ আছে। অর্থ লাভে আজ মনে প্রশান্তি আসবে। তাবত পাপকর্মের জন্য নিজেকে দোষী মনে হবে আগে যা কখনও টের পাননি। বৃহত্তর কিছু পাওয়ার জন্য আজ ক্ষুদ্র কিছুর মায়া ত্যাগ করতে হতে পারে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮):
কাজের সূত্রে কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে। দিনের শুরু হতে পারে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশের মতো। প্রতিনিয়ত যাকে বিশ্বাস করে আসছেন সে আপনাকে ঠকাবে, কথাটা বিশ্বাস হচ্ছে না এই তো? তাতে কারো কিচ্ছু যায় আসে না, সতর্ক না হলে আপনারই ক্ষতি। রাজনৈতিকভাবে আজ হেয়, অপদস্থ হবেন। কুম্ভর জাতিকাদের মনে আজ অশান্তি ভর করবে। দুপুরের পর থেকে শুভ। যোগাযোগের পরিণাম হবে সুদূরপ্রসারী। অর্থ লাভ হবে দিনের শেষ ভাগে। ক্ষমতা ভাগাভাগি নিয়ে আজ বিপাকে পড়বেন।পরিবারের সঙ্গে সমঝোতা করে চলতে হবে, তবেই পারিবারিক শান্তি বজায় থাকবে।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০):
বাহ! বাহ!কি কপাল। পারিবারিক সাহায্য থেকে বঞ্চিত হতে পারেন। আপনার সিদ্ধান্তে পরিবারে বিবাদের উৎপত্তি হতে পারে। বিশ্বস্ত ব্যক্তির দিক থেকে আশাভঙ্গের কারণ দেখা দিতে পারে। অবশেষে দেখা হয়ে যাবে মনের মানুষটার সঙ্গে। শরীরে অদ্ভুত ধরনের একটা শক্তি অনুভব করবেন। সন্তানকে নিয়ে চিন্তা বাড়তে পারে। বিরতি দিয়ে দিয়ে আজ অনেক অর্থ আসবে। কর্মক্ষেত্রে নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মানসিক লড়াই বাঁধবে। বিপদে কাছে পাবেন অপরিচিত কাউকে। ভ্রমণে বেরিয়ে পড়ুন, মনে শান্তি ফিরে আসবে।সাময়িক অর্থ সমস্যায় পড়লেও কাটিয়ে উঠবেন।