২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আসাদের পালানোর খবরে প্রাসাদে ঢুকে লুটপাট-ভাঙচুর

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ২৪ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর পরই তার প্রাসাদে ঝাঁপিয়ে পড়েছে দেশটির নাগরিকরা। প্রেসিডেন্টের বিলাসবহুল বাসভবনে লুটপাট ও ভাঙচুর করেছে তারা।
বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আসাদের দেশ ছেড়ে পালানোর খবর প্রকাশ্যে আসতেই প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ে সাধারণ মানুষ। ইতিমধ্যেই সোশাল মিডিয়া ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, নানা বয়সের মহিলা ও পুরুষ ওই প্রাসাদের ঢুকে পড়েছেন। তারা অবাধে নানা সামগ্রী একেবারে ‘আপন মনে করে’ তুলে নিয়ে যাচ্ছেন!
কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, বড় বড় ব্যাগ নিয়ে এসে সাধারণ মানুষ প্রেসিডেন্টের প্রাসাদ থেকে তার ব্যবহারের বিভিন্ন শৌখিন জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে। তার মধ্যে, তেল, সাবান, শ্যাম্পু থেকে শুরু করে আসাদের ব্যবহারের কলম, ঘড়ি, তার স্ত্রীর জুতা, প্রসাধনীও রয়েছে সেই তালিকায়।
ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন প্রতিনিধি জানান, দামেস্কের পতনের পরপরই আসাদের বিলাসবহুল বাড়িতে লুটপাট চালিয়েছে কয়েক ডজন সিরীয়। এ সময় বিভিন্ন বয়সী নারী, শিশু এবং পুরুষদের আসাদের বাড়ি ও বিশাল বাগানে ঘুরতে দেখা যায়। যদিও প্রেসিডেন্ট প্রাসাদের কক্ষগুলো একেবারে খালি ছিল, তবুও কিছু আসবাবপত্র মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। এছাড়া, প্রাসাদে সংরক্ষিত আসাদ এবং তার বাবার বেশ কিছু প্রতিকৃতি ভেঙে ফেলা হয়।
দামেস্কের বাসিন্দা ৪৪ বছর বয়সী আবু ওমর বলেন, ‘আমি প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছি। তারা অবিশ্বাস্য উপায়ে আমাদের ওপর নিপীড়ন চালিয়েছে।’ নিজের মোবাইল ফোনে প্রেসিডেন্ট প্রাসাদে তোলা ছবি দেখিয়ে তিনি বলেন, ‘আমি এখানে এসে ছবি তুলছি। কারণ আসাদের বাড়ির মাঝখানে আসতে পেরে অত্যন্ত খুশি।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ