সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল-জুবায়ের বলেছেন, সিরিয়ায় বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে রাশিয়া সফল হবে না। রবিবার রিয়াদে এক প্রেস ব্রিফিংয়ে জুবায়ের বলেন, এর আগে ইরানও একই রকম চেষ্টা করেছিল। কিন্তু তারা সফল হয়নি। আসাদ এখন রাশিয়ার সহায়তা চাইছে। তবে তারা আসাদের পতন ঠেকাতে পারবে না।
সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধ করার কারণ দেখিয়ে স্থল সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। তবে এর পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করেছে সিরিয়া সরকার ও রাশিয়া। তাদের পরাজয়ের দ্বারপ্রান্তে থাকা বিদ্রোহীদের সহায়তা করতে চায় সৌদি আরব ও তুরস্ক।
পোস্টটি যতজন পড়েছেন : ৮৩