স্মার্ট ফোনের বাজারে নয়া নাম ওয়ান-প্লাস। ফ্লিপকার্টে আসছে নয়া এই ফোন। ২২ জুন, সোমবার থেকে অনলাইনে পাওয়া যাবে ওয়ান প্লাস ফোন। ৬৪ জিবি-র এই ফোনের দাম ২১,৯৯৯ টাকা। কয়েক সপ্তাহের মধ্যে পাওয়া যাবে ১৬ জিবি-র সাদা রঙের ফোন।ফ্লিপকার্ট এই ফোন বিক্রি করায় খুশি ওয়ান প্লাস সংস্থা। তাঁদের বাজার অনেক বেশি ছড়িবে যাবে বলে আশা করছেন তাঁরা।
পোস্টটি যতজন পড়েছেন : ২০৪