দক্ষিণী অভিনেতা দুলকার সালমান। তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সীতা রামাম’। রোমান্টিক ধাঁচের সিনেমাটিতে আরও আছেন মৃণাল ঠাকুর। তবে বিশেষ চরিত্রে থাকছেন রাশমিকা মান্দানা।
সিনেমাটি পরিচালনা করেছেন হনু রাঘবপুদি। অশ্বিনী দত্ত স্বপ্ন প্রযোজনা করেছেন।
জানা গেছে, ‘সীতা রামাম’ ছবিটি আগামী ৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত। সিনেমাটি তেলেগু, তামিল এবং মালায়ালাম ভাষায় একসঙ্গে মুক্তি পাবে।
এরইমধ্যে সিনেমাটি গান দিয়ে প্রচার শুরু করেছে। ‘ওহ সীতা হে রামা’ শিরোনামে একটি গান প্রকাশ হয়েছে। এটি একটি রোমান্টিক গান। অল্প সময়ের মধ্যেই গানটি চার্টবাস্টার হয়ে উঠেছে এবং আশা করা হচ্ছে অ্যালবামের পরবর্তী গানগুলোও সুপারহিট হবে।
পোস্টটি যতজন পড়েছেন : 103