১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আল নাসেরকে বাঁচাতে পারে এখন শুধু ম্যানইউ

বিশাল অর্থে সৌদি আরবের ক্লাব আল নাসেরে আড়াই বছরের জন্য চুক্তি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তাকে এখনও নিবন্ধন করাতে পারেনি ক্লাবটি। কারণ সৌদি প্রো লিগের নিয়ম অনুসারে একটি ক্লাবে ৮টির বেশি বিদেশি খেলোয়াড় থাকতে পারবেন না। রোনালদো যোগ দেয়ায় সে সংখ্যা ছাড়িয়েছে ক্লাবটি। এখন একটি খেলোয়াড়কে বেঁচে দিতে হবে আল নাসেরের। সেখানে এগিয়ে এসেছে রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

আল নাসেরের ক্লাবে রয়েছেন রোনালদোসহ ৯ বিদেশি ফুটবলার। এই অবস্থায় ক্লাবটিকে একজন ফুটবলারকে বেচে দিতে হবে। এখন আল নাসরকে সাহায্য করতে এগিয়ে এসেছে রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

ক্লাবের সূত্রে জানা গেছে, আল নাসেরের ক্যামেরুনিয়ান স্ট্রাইকার ভিনসেন্ট আবুবকরকে ধারে নিতে চাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। আবুবকরের একমাত্র গোলে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে হেরে গিয়েছিল ব্রাজিল।

আল নাসেরের এক প্রতিনিধি বলেছেন, এখন রোনালদোকে নথিভুক্ত করাতে পারেনি ক্লাব। কারণ বিদেশি খেলোয়াড়ের জায়গা আর ফাঁকা নেই। রোনালদোকে নথিভুক্ত করাতে হলে কোনও না কোনও বিদেশিকে ছাড়তে হবে।

এই অবস্থায় হঠাৎই ম্যানইউ রক্ষাকর্তা হয়ে এগিয়ে এসেছে। আর্থিক বোঝা থাকা সত্ত্বেও শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে নতুন এক স্ট্রাইকার নিতে মরিয়া ম্যানইউ। আবুবকরকে অনেক কম দামে পেতে পারে তারা।

এমনিতেই দু’ম্যাচের নির্বাসন থাকায় রোনালদোকে এখনই খেলতে পারবেন না আল নাসের। গত বছরের এপ্রিলে এভারটনের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে এক দর্শকের ফোন ভেঙেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এ তারকা। যার প্রেক্ষিতে ইংলিশ ফুটবল ফেডারেশন তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানা করে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ