গত শনিবার থেকে পূর্ব লিবিয়ায় আল কায়দা গোষ্ঠীর এক শীর্ষ নেতাকে লক্ষ্য করে বোমারু বিমান হামলা চালাচ্ছে আমেরকা। সংবাদসংস্থা এপি সূত্রে পাওয়া এই খবরে জানা গিয়েছে, ওই আল কায়দা নেতার বিরুদ্ধে ২০১৩ সালে আলজেরিয়ায় ৩৫ জন পণবন্দীকে হত্যার অভিযোগ রয়েছে। লিবিয়া প্রশাসন সূত্রে খবর, মোহতার বেল মোহতার ও তার সঙ্গীদের নিশানা করে বিমান হামলা চালানো হচ্ছে। লিবিয়া প্রশাসনের দাবি, তাদের সঙ্গে আলোচনা করেই ওই সন্ত্রাসবাদীকে নিশ্চিহ্ন করতে অভিযান চালাচ্ছে পেন্টাগন।
পোস্টটি যতজন পড়েছেন : 244