৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘আল্লাহ রক্ষা করো’, কেন এমনটা বললেন অভিনেত্রী চমক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে শনিবার (২ নভেম্বর) ঘটে যাওয়া ঘটনা এবং ঢাকায় শিল্পকলা একাডেমিতে শো চলাকালীন নাটক বন্ধ করার ব্যাপার নিয়ে বেশ সরগরম সোশ্যাল মিডিয়া। শোবিজ অঙ্গনেও এ নিয়ে চিন্তার ভাঁজ! আর এসব নিয়ে পক্ষে-বিপক্ষে নানা ধরনের যুক্তিতর্ক চলছে। এ অবস্থায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন শবনম ফারিয়া।
এ অভিনেত্রীর পোস্টের পরই আলোচনায় এসেছেন আরেক অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোববার (৩ নভেম্বর) দুপুর পৌনে একটায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘এক দানবের হাত থেকে বের হতে না হতেই অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা, তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে, যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরও এক্সট্রিম টক্সিক রিলেশনে গিয়েছে।’
এরপরই এ অভিনেত্রী লিখেছেন, ‘আল্লাহ রক্ষা করো।’ আর তার এই স্ট্যাটাস নজর কেড়েছে নেটিজেনদের। তাতে কেউ তার সঙ্গে সহমত জানিয়ে মন্তব্য করলেও একাংশ আবার বিদ্রুপমূলক মন্তব্যও করেছেন।
এ স্ট্যাটাস নানা ধরনের মন্তব্য আসার মধ্যেই দুপুর তিনটার দিকে আরও একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী চমক। সেখানে লিখেছেন, ‘আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, স্বাধীনতা অর্জনের চেয়ে সবজির দাম কমানো কঠিন।’
প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপদ্ধতি সংস্কারের দাবি থেকে শুরু করে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন সময় কথা বলে আসছেন অভিনেত্রী চমক। এমনকি গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠন হলে বিভিন্ন ক্ষেত্রের সংস্কার নিয়ে কথা বলছেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ