[english_date]

আল্লাহ কি হাসিনাকে ন্যূনতম অপরাধবোধ দেননি, প্রশ্ন আসিফ নজরুলের

ঢাকা: আল্লাহ কি শেখ হাসিনার মধ্যে ন্যূনতম অপরাধবোধ দেননি— এমন প্রশ্ন রেখেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন প্রশ্ন রাখেন।

আইন উপদেষ্টা বলেন, আল্লাহ কি এই মানুষটার (শেখ হাসিনার) মাঝে নূন্যতম অপরাধবোধ দেননি? মিথ্যাচারের পাশাপাশি তিনি সবাইকে উসকে দিয়েছেন, কার বাড়িতে আগুন দিতে হবে এবং কাকে তিনি ছাড়বেন না এসব নিয়ে। আশ্চর্য! আমার কাছে অবাক লাগে!

আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যেভাবে আত্মবিশ্বাস নিয়ে মানুষের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ সুরে কথা বলেছেন, শেষ সংবাদ সম্মেলনেও তিনি একই সুরে কথা বলেছেন। তিনি তার বক্তব্যে আমাদের যে যন্ত্রণার স্মৃতি, তা নিয়ে পরিহাস করেছেন। তিনি বলেছেন, ‘আবু সাইদের মৃত্যুর দৃশ্য এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে বানানো হয়েছে। মুগ্ধকে নাকি ছাত্ররাই গুলি করে মেরেছে৷’ বলুন, এগুলো কি সহ্য করা যায়!

উপদেষ্টা বলেন, যার মধ্যে নূন্যতম অপরাধবোধ থাকে না তিনি তো সবই করতে পারেন। শেখ হাসিনার প্রতি অন্ধ বিশ্বাস থেকেই তার বাহিনীর এক অংশ তার মতোই মিথ্যাচার করেছে। তারাও একই টোনে কথা বলেছে। তারা বিভিন্ন উসকানিমূলক, আক্রমণাত্মক ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে জানতে পেরেছে তারা (আওয়ামী লীগের কর্মীরা) আরও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন এ কারণেই এই অপারেশন (ডেভিল হান্ট) চালানো হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ