৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন না, বরং দুয়া ভিক্ষা চাইবেন’

ইসলামি আলোচক ও তা’লেবে ইলম আবু ত্বহা মুহাম্মদ আদনান বলেছেন, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন না। বরং দুয়া ভিক্ষা চাইবেন। আর যদি আপন আখলাকে আদব নাইবা থাকে তবে অন্তত চুপ থাকার অভ্যাস করুন, নফসের খোলোশ ছেড়ে দ্রুত বেরিয়ে আসবেন না কেননা মাজমাউল বাহরাইনে তা ধরা পরে যাবে!
শনিবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাসের দীর্ঘ কথার শেষদিকে এই মর্মবাণী লেখেন। তিনি জানান, ইলমের সাথে কয়েকটি বিষয়ের গভীর তায়াল্লুক (সম্পর্ক) রয়েছে। যেমন: আদব, বিনয়, সবর, আ’মাল, মুজাহাদা, তাজকিয়া, যিকির, ইস্তিক্বমাহ, দুয়া ইত্যাদি।
সেদিন উস্তাযকে জিজ্ঞেস করেছিলাম আল্লাহর কাছে মাক্ববুলিয়্যাত পাওয়ার জন্য এগুলোর কোনটি বেশি গুরুত্বপূর্ণ? নাকি সবগুলোই? কিছুক্ষন নীরব থেকে উত্তর দিলেন “বরং কোন বুজুর্গের নেক নজর”!!!
তিনি লেখেন, দ্বীন শিখুন শুধুমাত্র মুহাক্কিক ওলামায়ে কেরামের কাছে। গাইরে আলেমদের উপরে ভরসা করবেন না। এমনকি আমাদের উপরেও না। আর যারা তালেবও হওয়ার ফুরসৎ পায়নি তাদের হালত তো ইলমের সাগরে ভেসে আসা খড়কুটার মতো! যদিও তারা জামানার বিশাল কোন মাশহুর সেলিব্রেটি হয়!
আবু ত্বহা আদনান লেখেন, ওয়াল্লাহি কিতাব বা কালাম কখনোই রুহানি সহবতের বিকল্প হতে পারেনা আর আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন না। বরং দুয়া ভিক্ষা চাইবেন। আর যদি আপন আখলাকে আদব নাইবা থাকে তবে অন্তত চুপ থাকার অভ্যাস করুন, নফসের খোলোশ ছেড়ে দ্রুত বেরিয়ে আসবেন না কেননা মাজমাউল বাহরাইনে তা ধরা পরে যাবে!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ