[english_date]

আলীকদমে ‘নসিমন’ উল্টে যুবক নিহত

বান্দরবান

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবান জেলার আলীকদমে ‘নসিমন’ উল্টে মোঃ নূরুল হক(২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া দূর্ঘটনায় আরো ৩ যাত্রী আহত হয়েছে। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সে আলীকদম উপজেলার ছাবের পাড়ার বাসিন্দা। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলীকদম উপজেলার হিন্দুপাড়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ‘নসিমন’ উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই চাপা পড়ে নূরুল হকের মৃত্যু হয়। এতে ৩ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল আনোয়ার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ