মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ
বান্দরবান জেলার আলীকদমে ‘নসিমন’ উল্টে মোঃ নূরুল হক(২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া দূর্ঘটনায় আরো ৩ যাত্রী আহত হয়েছে। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সে আলীকদম উপজেলার ছাবের পাড়ার বাসিন্দা। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলীকদম উপজেলার হিন্দুপাড়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ‘নসিমন’ উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই চাপা পড়ে নূরুল হকের মৃত্যু হয়। এতে ৩ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল আনোয়ার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 190